ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

শিক্ষকদের সম্পদ বিবরণী জমা দিতে বাধ্যতামূলক নির্দেশনা

২০২৫ জানুয়ারি ০৫ ১৯:৪৪:০৬
শিক্ষকদের সম্পদ বিবরণী জমা দিতে বাধ্যতামূলক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় সরকারি কলেজের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি অনুসারে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত সরকারি কলেজের শিক্ষকদের তাদের সম্পদ বিবরণী সরাসরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) জমা দিতে হবে।

এই নির্দেশনাটি ২০২৫ সালের ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জারি করা হয়। চিঠিটি মাউশির মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি কলেজের শিক্ষকদের সম্পদ বিবরণী সরাসরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে জমা দিতে হবে এবং সেই বিবরণী সংরক্ষণের জন্য মাউশি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চালু হয়। ওই নির্দেশনায় বলা হয়েছিল, দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের সম্পদ বিবরণী জমা দিতে হবে। নির্দিষ্ট ফরমে এ বিবরণী তাদের নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে জমা দিতে হবে, যা সকল সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক।

এ নির্দেশনা অনুযায়ী, দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারীকে এই নিয়ম অনুসরণ করতে হবে, যার মধ্যে শিক্ষকসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীও অন্তর্ভুক্ত। এই পদক্ষেপটি সরকারি কর্মচারীদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

কেএইচ

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে