ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

পদবঞ্চিত ৭৬৪ কর্মকর্তারা ক্ষতিপূরণ পাচ্ছেন ৭৫ কোটি টাকা

২০২৫ জানুয়ারি ০৬ ২৩:০৫:১৩
পদবঞ্চিত ৭৬৪ কর্মকর্তারা ক্ষতিপূরণ পাচ্ছেন ৭৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিগত আওয়ামী লীগ সরকারের সময় অবসরে যাওয়ার পর পদবঞ্চিত ৭৬৪ জন সরকারি কর্মকর্তাকে ক্ষতিপূরণ হিসেবে ৭৫ কোটি টাকা প্রদান করবে নতুন অন্তর্বর্তী সরকার। এর জন্য সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে, পরবর্তী প্রক্রিয়া শেষে শিগগিরই পদবঞ্চিত কর্মকর্তাদের জন্য ক্ষতিপূরণের এই অর্থ ছাড় করা হবে।

জানা যায়, যোগ্যতা থাকা সত্ত্বেও 'রাজনৈতিক' কারণে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের মেয়াদে হাজারো কর্মকর্তাকে প্রশাসনে অবহেলিত রাখা হয়েছিল। অনেক মেধাবী ও দক্ষ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল এবং কিছু কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরও প্রদান করা হয়েছিল।

শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে।

অন্তবর্তী সরকার চুক্তিতে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের নিয়োগ বাতিল করে, অবসরে থাকা পুলিশ কর্মকর্তাদের প্রশাসনে পুনর্বহাল করে এবং পদোন্নতিবঞ্চিত সরকারি ৭০০ কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করে।

বঞ্চিত কর্মকর্তাদের জন্য বিশেষ কমিটির গঠন করা হয়, যেখানে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করা হয়। এই কমিটি ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত চাকরিতে বঞ্চনার শিকার এবং অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ করে। প্রায় দেড় হাজার আবেদন জমা পড়লেও, যাচাই শেষে ৭৬৪টি আবেদনকে বিবেচনায় নেওয়া হয়।

গত ১০ ডিসেম্বর প্রতিবেদন জমা দেওয়ার পর ১৫ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান জানান, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চিত ৭৬৪ সাবেক কর্মকর্তাকে পদমর্যাদা ও আর্থিক সুবিধা প্রদান করা হবে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে