ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেয়ারবাজার: বড় উত্থান থেকে পতনে ফেরার নেপথ্য কারণ

২০২৫ জানুয়ারি ০৭ ১৫:৩৩:০১
শেয়ারবাজার: বড় উত্থান থেকে পতনে ফেরার নেপথ্য কারণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের সংকট নিরসনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্টক হোল্ডারদের সঙ্গে বৈঠকে বসছেন-এমন খবরে আগেরদিন সোমবার শেষবেলায় দেশের শেয়ারবাজারে ভালো উত্থান প্রবণতা দেখা যায়।

এরপর বিকাল থেকে কয়েকটি নিউজ পোর্টালে খবর প্রকাশিত হয়, শেয়ারবাজারের স্বার্থে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানকেও সরিয়ে দেওয়া হতে পারে-এমন খবরে আজ সকাল থেকেই দেশের উভয় বাজারে বেশ চাঙ্গাভাব দেখা যায়। এদিন লেনদেনের প্রথম ভাগে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৪৩ পয়েন্টের বেশি বেড়ে লেনদেনও হয়।

কিন্তু বাজার সংশ্লিষ্টরা মনে করেন, বৈঠকে অংশগ্রহণকারীরা বৈঠক চলাকালীন সময়ে বিভিন্ন মাধ্যমকে জানাতে থাকেন যে, বৈঠকে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানকে সরানোর এবং বাজারকে সাপোর্ট দেওয়ার বিষয়ে কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমন খবরে বেলা ১টার পর চাঙ্গাবাজার পেছনে ছুঁটতে থাকে। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এতে দেখা যায়, দিনশেষে ডিএসইর প্রধান সূচক যেখানে ৪৩ পয়েন্টের বেশি উত্থানে ছিল, সেখানে সূচক ৮ পয়েন্টের বেশি পতন হয়েছে। দিনের প্রথম ভাগে যেখানে ৮০ শতাংশ প্রতিষ্ঠানের দাম ঊর্ধ্বমুখী ছিল, সেখানে দিনশেষে উত্থান ও পতনের পরিমাণ সমানে সমান অবস্থান করছে।

আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯০ পয়েন্টে। অন্য দুই সূচকরে মধ্যে ‘ডিএসইএস’ ২.৬৯ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০.৮৭ পয়েন্ট কমে ১ হাজার ৯২২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৪২৭ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৬২ কোটি ৬৭ লাখ ২২ হাজার টাকার।

ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে