ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের নামে ২২ ফ্ল্যাট ও জমি: আদালতের বড় সিদ্ধান্ত

২০২৫ জানুয়ারি ০৭ ১৭:৪৩:১০
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের নামে ২২ ফ্ল্যাট ও জমি: আদালতের বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক:পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, তাঁর স্ত্রী আঞ্জুমান আরা শহীদ এবং ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সারাফতের নামে থাকা ২২টি ফ্ল্যাট, ২টি বাড়ি, এবং অন্যান্য প্লট ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

দুদক ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চৌধুরী নাফিজ সরাফাত, তাঁর স্ত্রী এবং ছেলের নামে রাজধানী ঢাকার গুলশানসহ বিভিন্ন এলাকায় ২২টি ফ্ল্যাট, ২টি বাড়ি, প্লট ও জমি রয়েছে। এর মধ্যে গুলশান-২ এলাকায় ২০ তলাবিশিষ্ট একটি বাড়ি এবং পূর্বাচলে সাড়ে সাত কাঠার একটি প্লট রয়েছে। এছাড়া গাজীপুর ও বাড্ডায় তাঁর ২৫ কাঠার জমি রয়েছে।

চৌধুরী নাফিজ সরাফাতের স্ত্রী আঞ্জুমান আরা শহীদের নামে রাজধানীর পাঁচটি ফ্ল্যাট এবং বসুন্ধরা আবাসিক এলাকায় সাড়ে সাত কাঠা জমির ওপর একটি চারতলা বাড়ি রয়েছে। তাঁর নামে আরও ১৩ কাঠা জমির সন্ধান পাওয়া গেছে।

চৌধুরী নাফিজ সরাফাতের ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সারাফতের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় সাতটি ফ্ল্যাট ক্রোক করার আদেশও দিয়েছে আদালত।

দুদক জানায়, চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে ৮৮৭ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। এছাড়া দুদক আরও জানায়, তাঁর পরিবারটি দুর্নীতির মাধ্যমে এসব সম্পত্তি অর্জন করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এছাড়া, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নামে দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে প্রায় সাড়ে তিন কোটি টাকা রয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। দুদক জানায়, শরীফ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান চলছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে