ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

হবু স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিলেন তাহসান

২০২৫ জানুয়ারি ০৪ ১৯:৫১:২৮
হবু স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিলেন তাহসান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান অবশেষে নিজের বিয়ের খবর প্রকাশ করেছেন। সকাল থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের পর, তিনি তার হবু স্ত্রী রোজা আহমেদের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিশ্চিত করেছেন এই খবর। ছবি শেয়ার করার পর, ক্যাপশনে তাহসান লেখেন, "কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?" তিনি এই ছবির সঙ্গে যোগ করেন #হোমফরলাইফ হ্যাশট্যাগটি, যা তাদের নতুন জীবনের সূচনার প্রতীক।

তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ একজন পেশাদার ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। তিনি ১০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কাজ করছেন। রোজা নিউইয়র্কে পড়াশোনা করে কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং কুইন্সে নিজের ব্রাইডাল মেকওভার সেবা "রোজাস ব্রাইডাল মেকওভার" প্রতিষ্ঠা করেন।

এর আগে ২০০৬ সালে তাহসান খান এবং অভিনেত্রী মিথিলা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৩ সালে তারা এক কন্যাসন্তানের মা-বাবা হন, তবে ২০১৭ সালে তাদের বিবাহিত জীবন শেষ হয় এবং তারা বিচ্ছেদ ঘোষণা করেন।

কেএইচ

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে