ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিএসইসি’র চেয়ারম্যানকে সরাতে চাই না : অর্থ উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ০৭ ২২:৫৬:০৪
বিএসইসি’র চেয়ারম্যানকে সরাতে চাই না : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে সরানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "অনেকে বলছে তাঁকে সরাতে, কিন্তু আমি বলেছি, আমি সরাতে চাই না।"

এদিকে, সরকারের কিছু সংস্কার কার্যক্রমের প্রভাবে শেয়ারবাজারে দরপতন হতে পারে বলেও মনে করেন সালেহউদ্দিন আহমেদ। এদিন দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন করে শেয়ারবাজার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, "সব সংস্কারের কিছু যন্ত্রণা থাকে। তাই শেয়ারবাজারের সংস্কারের ক্ষেত্রেও কিছু সাময়িক যন্ত্রণা সহ্য করতে হবে।" তিনি উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হল শেয়ারবাজারকে শক্তিশালী করা।

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, বর্তমানে ব্যাংক অর্থায়ন দিয়ে কোম্পানিগুলোর কার্যক্রম চলছে এবং এটি টেকসই অর্থনীতির জন্য যথেষ্ট নয়। তিনি জানান, দেশে অনেক ভালো কোম্পানি রয়েছে, যারা শেয়ারবাজারে আসতে আগ্রহী নয়। এর মূল কারণ হিসেবে তিনি পরিবারের মধ্যে মালিকানা ধরে রাখার ইচ্ছার কথা উল্লেখ করেন। কিন্তু আমরা ভালো কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আসা উৎসাহিত করতে চাই।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের শেয়ারবাজারের গভীরতা অনেক কম। ভালো ভালো কোম্পানিগুলো এই বাজারে আসতে খুব বেশি আগ্রহী নয়। এসব কোম্পানির মালিকেরা ভাবেন, ছেলে হবে পরিচালক, বউ চেয়ারম্যান। ব্যবসায় যা মুনাফা হবে, তা নিজেরা ভোগ করবেন। শেয়ারবাজারে আসা মানেই ভালো ব্যবস্থাপনা, করপোরেট সুশাসন ইত্যাদি উন্নত হওয়া। কিন্তু অনেকে এসব বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে চান না। সময় এসেছে বাজারের গভীরতা বাড়ানোর। এ জন্য ভালো ভালো কোম্পানি বাজারে আনতে হবে। আর তার জন্য করের সুবিধাসহ সরকারি যেসব নীতি–সহায়তা দরকার, সেসব বিষয় সরকার বিবেচনা করবে। কিছু সরকারি কোম্পানি বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’

দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে যোগাযোগের ঘাটতি রয়েছে, যা শেয়ারবাজারের স্বার্থে বৃদ্ধি করতে হবে।

সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং গুজব নির্ভর বিনিয়োগ থেকে বের করে গবেষণা নির্ভর বিনিয়োগে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে রিসার্চ অ্যানালিস্টদের অনুমোদন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

শেয়ারবাজারে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন সালেহউদ্দিন আহমেদ। ওই আলোচনার পর ডিএসইর চেয়ারম্যান মোমিনুল ইসলাম জানান, বৈঠকে শেয়ারবাজারের উন্নয়নের জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে এবং বিএসইসির সক্রিয় ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করা হয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে