ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশিদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে : মমতা ব্যানার্জী

২০২৫ জানুয়ারি ০৭ ১২:৫৪:০৮
বাংলাদেশিদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে : মমতা ব্যানার্জী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কর্তৃপক্ষের বিরুদ্ধে মারধরের গুরুতর অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সাগর দ্বীপে সোমবার অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, "বাংলাদেশে আটক ভারতীয় মৎসজীবীদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে।"

গত রবিবার দুই দেশের মধ্যে বন্দি মৎসজীবীদের বিনিময় চুক্তি সম্পন্ন হয়, যার অংশ হিসেবে ৯৫ জন ভারতীয় মৎসজীবী বাংলাদেশের কারাগার থেকে মুক্তি পেয়ে ভারতে ফিরে এসেছেন। তবে, এই প্রক্রিয়া শেষে মমতা ব্যানার্জী তাদের শরীরের ক্ষত দেখে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন।

মমতা ব্যানার্জী দাবি করেছেন, বাংলাদেশে আটক ভারতীয় মৎসজীবীদের উপর নৃশংসভাবে হামলা চালানো হয়েছিল। তিনি জানান, কয়েকজন জেলে হাঁটতে পারছিলেন না, তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিলেন। পরে জানা যায়, তাদের হাত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং মোটা লাঠি দিয়ে পেটানো হয়েছিল।

মমতা আরও বলেন, "আমরা যখন তাদের উদ্ধার করি, তখন আমরা দেখতে পাই তারা অত্যন্ত দুর্বল এবং আহত। তাদের খুঁড়িয়ে চলতে দেখে আমি প্রশ্ন করি, কিন্তু তারা প্রথমে কিছু বলতে চায়নি। এরপর জানা গেল, তাদের উপর নির্মম অত্যাচার চালানো হয়েছে।"

মমতা ব্যানার্জী আরও বলেন, "ভারতীয় মৎসজীবীদের যে সময় আটক করা হয়েছিল, তখন তাদের যথাযথ চিকিৎসা ও যত্ন নেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো সহানুভূতির নজির নেই।" তিনি বলছেন, ভারত সরকার তাদের জনগণের প্রতি সর্বোচ্চ সহানুভূতি দেখিয়েছে, কিন্তু বাংলাদেশের তরফে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি।

এছাড়াও, দুই দেশের মধ্যে এই বন্দি বিনিময় চুক্তির আওতায় মোট ৮১৫ জন জেলে একে অপরকে ফিরিয়ে দেয়া হয়েছে, যাতে দুই দেশের বন্দি মৎসজীবীরা নিজেদের দেশে ফিরে যেতে পারেন। এর মধ্যে ৯০ জন বাংলাদেশি জেলে ভারতে বন্দি ছিলেন, তারা এখন দেশে ফিরেছেন।

এ পরিস্থিতিতে, মমতা ব্যানার্জী বাংলাদেশের বিরুদ্ধে উত্থাপিত এই অভিযোগের তীব্র নিন্দা করেছেন এবং দাবি করেছেন যে, বাংলাদেশকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টি পুনঃমূল্যায়ন করা উচিত।

কেএইচ

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে