ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

২ লাখ ৩৮ হাজার বেকারকে কর্মসংস্থান, শীর্ষ ৫ এলাকায় নতুন সুযোগ

২০২৫ জানুয়ারি ০৭ ১৯:১০:০৪
২ লাখ ৩৮ হাজার বেকারকে কর্মসংস্থান, শীর্ষ ৫ এলাকায় নতুন সুযোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ঘোষণা করেছে, আগামী আড়াই বছরে ২ লাখ ৩৮ হাজার বেকারকে কর্মসংস্থান প্রদান করা হবে। এই লক্ষ্যে সংস্থাটি পাঁচটি সরকারি অর্থনৈতিক অঞ্চলে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করবে।

বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস সম্মেলন কক্ষে আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, দেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চল গঠনের পরিকল্পনা থাকলেও আপাতত পাঁচটি সরকারি অঞ্চলে কাজ চালানো হবে, যার মাধ্যমে ২০২৬ সালের মধ্যে এই লক্ষ্য পূরণ করার আশা রয়েছে।

চেয়ারম্যান আরও বলেন, বেজা দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিচ্ছে, কিন্তু মুনাফার উদ্দেশ্যে নয়। আগামী দুই বছরের মধ্যে এসব অঞ্চলে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে, যার মাধ্যমে বেকারত্বের হার কমানোর চেষ্টা হবে।

এছাড়া, বেজা আরও জানিয়েছে যে, তারা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদান করছে এবং ভবিষ্যতে আরও নতুন সার্ভিস চালু করা হবে।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে