ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শেয়ারবাজারকে সহায়তা করছে সরকার

২০২৫ জানুয়ারি ০৭ ১৪:৩১:৩৩
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শেয়ারবাজারকে সহায়তা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য সরকার যথেষ্ট সহায়তা করছে। তিনি উল্লেখ করেন, নিয়ন্ত্রণ সংস্থাকে সাপোর্ট দেয়া হচ্ছে এবং আইসিবিকে তিন হাজার কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে, যা আস্থা পুনর্বহালের উদ্দেশ্যেই করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সভায় দেশের শেয়ারবাজারে চলমান সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে বিস্তারিত আলোচনা হয়।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্বের বড় বড় দেশগুলোতে ইন্ডাস্ট্রিগুলোর জন্য লং টার্ম ফাইন্যান্সিং শেয়ারবাজার থেকে আসে। ব্যাংকের টাকা হলো জনগণের জমা করা টাকা, তাই বড় এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ব্যাংকের উপর নির্ভরতা কমাতে হবে।

তিনি আরও জানান, "আজকে আমরা শেয়ারবাজারে সংশ্লিষ্ট সবার সুবিধা-অসুবিধা শুনেছি এবং ইতিমধ্যে কিছু সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে।"

তিনি উল্লেখ করেন, শেয়ারবাজারের পতনের কারণ বাজারে রিফর্মের প্রক্রিয়া চলছে এবং অতীতের মতো কোনো বিশেষ মহলকে সুবিধা প্রদানের উদ্দেশ্যে পলিসি নেয়া হচ্ছে না।

আলোচনা সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে