ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

২০২৫ জানুয়ারি ০৭ ১৭:৫২:৪০
মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ এসেছে। মোবাইলে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে খরচ আরও বাড়তে চলেছে। সম্প্রতি মোবাইল সেবার ওপর ৩ শতাংশ সম্পূরক কর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সরকারের পক্ষ থেকে অনুমোদনও পাওয়া গেছে। এর প্রজ্ঞাপন যেকোনো সময় জারি হতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছিল। এখন, সম্পূরক শুল্ক ৩ শতাংশ বাড়ানোর ফলে মোবাইল রিচার্জে করের পরিমাণ বাড়বে।

বর্তমানে, ১০০ টাকার মোবাইল রিচার্জ করলে গ্রাহককে ২৮ দশমিক ১ টাকা সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ, ৬ দশমিক ১ টাকা রেভেনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স, এবং ২০ দশমিক ৪ টাকা পরোক্ষ কর দিতে হয়। এইভাবে মোট ৫৪ দশমিক ৬ টাকা কর কেটে নেওয়া হয়। তবে নতুন সিদ্ধান্তে সম্পূরক শুল্ক ৩ শতাংশ বৃদ্ধি হলে, ১০০ টাকার রিচার্জে করের পরিমাণ বেড়ে ৫৬ দশমিক ৩ টাকা হবে। এর মধ্যে ২৯ দশমিক ৮ টাকা শুল্ক, ভ্যাট ও সারচার্জ, ৬ দশমিক ১ টাকা রেভেনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স, এবং ২০ দশমিক ৪ টাকা পরোক্ষ কর কাটা হবে। ফলে, গ্রাহক ১০০ টাকায় ব্যবহার করতে পারবেন মাত্র ৪৪-৪৫ টাকা।

এ বিষয়ে এনবিআরের একটি সূত্র জানিয়েছে, সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং দুটি মন্ত্রণালয় থেকে অনুমোদনও দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন যেকোনো সময় জারি হতে পারে।

তবে গ্রাহক পর্যায়ে নানান নেতিবাচক মন্তব্য শুরু হয়েছে। অনেকেই বলছেন, দেশে কল ড্রপ, কথা না বোঝা, এবং পর্যাপ্ত নেটওয়ার্ক পরিষেবা না থাকার মতো সমস্যা এখনো রয়েছে। এসব সমস্যার সমাধান না করে, নতুন করে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তকে তাঁরা মেনে নিতে পারছেন না। তাদের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মোবাইল সেবার ওপর বাড়তি ভ্যাট বসানো গ্রাহকদের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে।

কেএইচ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে