ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

দুই কোম্পানির চাপেই শেয়ারবাজারে পতন

২০২৫ জানুয়ারি ০৭ ২১:৫৬:১৭
দুই কোম্পানির চাপেই শেয়ারবাজারে পতন

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের উত্থানের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) শেয়ারবাজারে উত্থান প্রবণতায় লেনদেন শুরু হয়। দিনের মধ্যভাগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেশি বেড়ে লেনদেন হয়। কিন্তু বেলা ১টার পর সেল প্রেসারে বাজার পেছনে যেতে থাকে। এক পর্যায়ে শেষবেলায় নেতিবাচক প্রবণতায় টার্ন নেয়। যারফলে দিনশেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্টের বেশি কমে যায়।

এদিন ডিএসইতে ১৬২টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৬৪টি প্রতিষ্ঠানের। এতে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক কমেছে ৮ পয়েন্ট, যা দুই কোম্পানির পতনের কারণেই কমেছে। কোম্পানি দুটি হলো-পূবালী ব্যাংক ও বিকন ফার্মা।

অ্যানালাইসিস নিউজ পোর্টাল লঙ্কাবাংলা জানিয়েছে, আজ পূবালী ব্যাংকের শেয়ার দাম কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৩.৯৬ শতাংশ। এতে ডিএসইর প্রধান সূচক কমেছে ৪.২৮ পয়েন্ট।

অন্যদিকে, আজ বিকন ফার্মার শেয়ার দাম কমেছে ৫ টাকা ৬০ পয়সা বা ৪.১২ শতাংশ। এতে ডিএসইর প্রধান সূচক কমেছে ৩.৫০ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে