ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

তাহসানের বউয়ের সৌন্দর্য নিয়ে শাহরিয়ার নাজিম জয়ের মন্তব্য

২০২৫ জানুয়ারি ০৬ ১৮:৫৩:৩৯
তাহসানের বউয়ের সৌন্দর্য নিয়ে শাহরিয়ার নাজিম জয়ের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। ৪ জানুয়ারি সন্ধ্যায় তার বিয়ে হয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সাথে। তবে তাহসানের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। এক যুবক রোজাকে তার প্রাক্তন প্রেমিকা দাবি করে বলেন, তাহসানের কারণে তাদের সম্পর্ক ভেঙে গেছে। এই বিতর্কের মধ্যে উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তাহসান-রোজার বিয়ে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

জয় তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, "তাহসানের নতুন বউয়ের কার সঙ্গে আগে সম্পর্ক ছিল, এটা সামনে আনা একেবারেই বিকৃত রুচির পরিচয়। তাহসানের বউ অত্যন্ত সুন্দরী, আর এজন্য আমাদের আফসোসের কিছু নেই। কারণ, আল্লাহপাকই উপর থেকে সব ফয়সালা করেন।"

তিনি আরও বলেন, "আমরা খুব ছোট ছোট বিষয়কে গুরুত্ব দিয়ে নিজের জীবনে অযথা সময় নষ্ট করি, কিন্তু আসলে কার বউ সুন্দরী হবে বা কার জীবন সুন্দর হবে, সেটা আমাদের হাতে না, বরং সৃষ্টিকর্তার সিদ্ধান্ত।"

এছাড়া, জয় ঠাট্টার সুরে বলেন, “তবে আল্লাহ বাঁচাইছে! তাহসান এবং তাহসানের বউ নিয়ে যে শোরগোল, সেটা মেজর ডালিমের ইন্টারভিউ দিয়ে মেজর ডালিমের কাছে চাপা পড়েছে।”

জয় ফেসবুকে আরও উল্লেখ করেন যে, সোশ্যাল মিডিয়া একটি খেলনা, যা দিয়ে একটি বিষয়কে অন্য একটি বিষয় চাপা দেওয়া যায়। তিনি বলেন, “এই খেলনার উপর পুরো জাতি নির্ভরশীল।”

এদিন সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে দুই পরিবারের উপস্থিতিতে তাহসান-রোজার বিয়ে অনুষ্ঠিত হয়। নবদম্পতি তাদের ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।

কেএইচ

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে