ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

অবশেষে উড়ন্ত ফাইন ফুডের গতিরোধ

২০২৫ জানুয়ারি ০৭ ২১:৪২:২৮
অবশেষে উড়ন্ত ফাইন ফুডের গতিরোধ

নিজস্ব প্রতিবেদক: গত ১৭ অক্টোবর শেয়ারটির দাম ছিল ১৫৯ টাকা। এরপর উত্থান-পতনের ধারাবাহিকতায় সোমবার (০৬ জানুয়ারি) শেয়ারটির দাম উঠেছে ২৭১ টাকা ৪০ পয়সায়। এদিন শেয়ারটির দাম সর্বোচ্চ সীমায় লেনদেন হয়ে বিক্রেতাশুন্য হয়ে যায়।

আলোচ্য সময়ের মধ্যে শেয়ারটির দাম বেড়েছে ১১২ টাকা ৪০ পয়সা বা ৭০.৬৯ শতাংশ। শেয়ারটির এমন দাম বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য ছিল না।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কারসাজিকারিদের যাদুর ছোঁয়ায় কেবল শেয়ারটির দাম বেড়েছে। এছাড়া, স্বল্প মূলধনী কোম্পানিটির শেয়ার দাম বৃদ্ধির অন্য কোন যুক্তসংগত কারণ ছিল না। আজ কারসাজিকারিরা তাদের শেয়ার বিক্রি করতে শুরু করাতে শেয়ারটির গতিরোধ হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ফাইন ফুড বরাবরাই একটি গেম্বলিং শেয়ার। বছরজুড়েই এর শেয়ার দামে অস্বাভাবিক অবস্থা দেখা যায়। কোন কারণ ছাড়াই দাম বাড়ে, আবার কোন কারণ ছাড়াই দাম কমে।

আবার শেয়ারটির ডিভিডেন্ড ঘোষণায়ও অস্বাভাবাবিক অবস্থা দেখা যায়। ২০২০ সালে কোম্পানিটি ডিভিডেন্ড ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিলেও ২০২১ সালে ‘নো ডিভিডেন্ড’ দিয়েছে। ২০২২ সালে ও ২০২৩ সালে যথাক্রমে ১.৫০ শতাংশ ও ১.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিলেও ২০২৪ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

আর্থিক প্রতিবেদন প্রকাশেও কোম্পানিটির তেলেসমাতি অবস্থা দেখা যায়। ২০২৪ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা দেখা যায় প্রায় ০২ পয়সা, দ্বিতীয় প্রান্তিকে ৩৬ পয়সা, তৃতীয় প্রান্তিকে ১৮ পয়সা এবং চতুর্থ প্রান্তিকে ৩২ পয়সা। চার প্রান্তিকে অর্থাৎ ২০২৪ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা দেখানো হয়েছে ৮৮ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা দেখানো হয়েছে ৬২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল প্রায় ০১ পয়সা। তবে মুনাফায় বড় উল্লম্ফনের পরও মুনাফা ঘোষণার পর শেয়ারটির দাম বাড়েনি। অথচ এখন অসময়ে শেয়ারটির দাম বেড়েছে, এমনই অভিযোগ করছেন বাজার সংশ্লিষ্টরা। এ বিষয়ে কোম্পানিটির শেয়ার লেনদেনে বিএসইসির নজরদাড়ি বাড়ানো দাবি করেছেন তারা।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে