ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারের দুরবস্থা নিয়ে বড় সিদ্ধান্তের আশায় আজ অর্থ উপদেষ্টার বৈঠক

২০২৫ জানুয়ারি ০৭ ১০:৩৮:৩৭
শেয়ারবাজারের দুরবস্থা নিয়ে বড় সিদ্ধান্তের আশায় আজ অর্থ উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে সংকট চলছে এবং এই পরিস্থিতি কাটাতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ আজ অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এর আগের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কিছু অর্থনৈতিক সূচক উন্নতি লাভ করলেও শেয়ার বাজারে তা তেমন প্রভাব ফেলতে পারেনি। বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি হওয়ায়, শেয়ার বাজারের স্থিতিশীলতা ফিরে আসতে দীর্ঘদিনের আলোচনা ও পরিকল্পনার প্রয়োজন দেখা দিয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে শেয়ার বাজারের উন্নয়ন এবং সংকটমুক্ত করার উপায় নিয়ে আলোচনা করা হবে। বৈঠকে বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ অন্যান্য স্টেকহোল্ডারের প্রতিনিধিরা অংশ নেবেন। এই বৈঠকেশেয়ারবাজার উন্নয়নের জন্য করণীয় বিষয়ে আলোচনা করা হবে।

অর্থ উপদেষ্টা জানিয়ে ছিলেন,শেয়ারবাজার উন্নয়নে একটি তিন ধরনের পরিকল্পনা নেওয়া হবে— তাৎক্ষণিক, মধ্য ও দীর্ঘমেয়াদি। অক্টোবর মাসে বিএসইসির সঙ্গে আলোচনার পর শেয়ারবাজারের মূলধনী আয়ের উপর করহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার পর থেকেই কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছিল শেয়ারবাজার। তবে সম্প্রতি ২৭টি প্রতিষ্ঠানকে ডেজ শ্রেণিতে পাঠানো ও বিনিয়োগকারীদের আন্দোলনের পর লেনদেনের পরিমাণ আবার কমে গেছে।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে