ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা

২০২৫ জানুয়ারি ০৭ ১৮:১০:১৫
কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষে সব শিক্ষার্থী কবে নাগাদ পাঠ্যবই পাবে, তা তিনি জানেন না। মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “বিগত সময়ে মার্চের আগে পুরোপুরি বই দেওয়া সম্ভব হয়নি। এবছর বই ছাপানোর কার্যক্রম শুরু করতে দেরি হয়েছে। বইয়ের সিলেবাস এবং কারিকুলাম নতুন করে তৈরি করতে হয়েছে, এবং বইয়ের সংখ্যা অনেক বেড়েছে।”

শিক্ষা উপদেষ্টা আরও জানান, বিদেশে কোনো বই ছাপানো হয়নি এবং দেশের অভ্যন্তরে কিছু ঘাটতি পরিলক্ষিত হয়েছে। “আর্ট পেপারের ঘাটতি মেটাতে বিদেশ থেকে জাহাজ রওনা হয়েছে,” বলেন তিনি।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে