ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রবাসীর স্ত্রী-টু: নতুন সিক্যুয়েলে কী রহস্য লুকিয়ে আছে? ১ মিলিয়ন ভিউ পার

২০২৫ জানুয়ারি ০৫ ১১:৫৫:২২
প্রবাসীর স্ত্রী-টু: নতুন সিক্যুয়েলে কী রহস্য লুকিয়ে আছে? ১ মিলিয়ন ভিউ পার

নিজস্ব প্রতিবেদক : নাটকপ্রেমীদের জন্য নতুন বছরের উপহার হয়ে এসেছে 'প্রবাসীর স্ত্রী-টু'। স্কাইভিউ ফিল্মসের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে এই নাটকটি। এটি 'প্রবাসীর স্ত্রী' নাটকের সাফল্যের পর নির্মিত এর দ্বিতীয় কিস্তি। নাটকটির পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম এবং এর কাহিনী লিখেছেন আসাদুজ্জামান সোহাগ।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অহনা রহমান ও রুশো শেখ। রিলিজের পর নাটকটি দর্শকদের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছে এবং এটি স্বল্প সময়ের মধ্যে ১ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে।

গল্পে দেখা যাবে, প্রবাসী স্বামীর অবহেলা ও নির্যাতনের শিকার নিরু নামক এক নারীর কষ্টের কাহিনী। তার স্বামী সন্তানকে অস্বীকার করে, রাগের মাথায় মিথ্যা অপবাদ দিয়ে তালাক দেয় এবং শ্বশুরবাড়ির মানুষও নিরুর ওপর নির্মম অত্যাচার চালায়। নাটকটি দর্শকদের একের পর এক চমকপ্রদ ঘটনা এবং কষ্টের গল্পের মধ্যে নিয়ে যাবে।

নাটকের শুটিং হয়েছে পূবাইলের একটি রিসোর্টে, যেখানে টানা দুদিন কাজ করা হয়।

কেএইচ

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে