ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

শিক্ষার্থীদের প্রতিবাদে সচিবালয়ে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের লাঠিচার্জ

২০২৫ জানুয়ারি ০৭ ১৬:৪৭:১৬
শিক্ষার্থীদের প্রতিবাদে সচিবালয়ে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।আজ, মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাঁদের ৯ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। দাবিগুলোর মধ্যে ছিল স্থায়ী ক্যাম্পাস, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ অন্যান্য সমস্যা। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এবং সেখানে প্রায় ৩০ মিনিট সময় কাটান। এরপর তারা শিক্ষামন্ত্রীর অফিসের দিকে রওনা দেন।

শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চার সদস্যের একটি প্রতিনিধিদল পাঠান, যাদের বেলা ৪টা ৩০ মিনিটে সাক্ষাৎ করার কথা ছিল। সাক্ষাতের জন্য অপেক্ষা করতে থাকা শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান করছিলেন। এই সময়েই পুলিশের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

কেএইচ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে