ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

পতনের মধ্যেও সর্বোচ্চ সীমায় ৭ কোম্পানির শেয়ার

২০২৫ জানুয়ারি ০৭ ২১:১৫:৩৭
পতনের মধ্যেও সর্বোচ্চ সীমায় ৭ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন দেখা গেলেও দিনের শেষভাবে পতনের বৃত্তে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের প্রথমভাগে ৪৩ পয়েন্ট বেড়ে লেনদেন হয়। তবে শেষবেলায় ৮ পয়েন্টের বেশি সূচকের পতন হয়।

এমন নেতিবাচক অবস্থার মধ্যেও ৭ কোম্পানির শেয়ার সর্বোচ্চ সীমায় উঠে বিক্রেতাশুন্য অবস্থায় থাকতে দেখা যায়। কোম্পানিগুলো হলো-ফাস ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, সুহ্নিদ ইন্ডাষ্ট্রিজ, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ড্রাগন স্যুয়েটার ও জাহিন স্পিনিং লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে ফাস ফাইন্যান্সের দাম বেড়েছে ১০ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ১০ শতাংশ, সুহ্নিদ ইন্ডাষ্ট্রিজের ১০ শতাংশ, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ডের ১০ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৯.৪৮ শতাংশ, ড্রাগন স্যুয়েটারের ৯,৪৩ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের ৮.৭৭ শতাংশ।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে