ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার, প্রতারণা চক্রের তথ্য উন্মোচন

২০২৫ জানুয়ারি ০৭ ১১:৫২:২৪
ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার, প্রতারণা চক্রের তথ্য উন্মোচন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচা দুদক কার্যালয় থেকে তিন ভুয়া দুদক কর্মকর্তা গ্রেপ্তার করা হয়েছে। তারা নিজেকে দুদক কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা, জরিমানা আদায়, চাঁদাবাজি এবং অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগে গ্রেপ্তার হয়। এই প্রতারক চক্রের সদস্যরা দুদক এবং সাইবার নিরাপত্তা আইন লঙ্ঘন করে মিথ্যা তথ্য প্রচারসহ বিভিন্ন ধরনের অপরাধ করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন, কথিত ‘দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার’ নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম সম্রাট, পরিচালক (অপারেশন) মো. রায়হান এবং নেত্রকোনার সাইফুল ইসলাম। তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারীর ছদ্মবেশে দুর্নীতির অভিযোগ তুলে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা চালানোর অভিযোগ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পল্টন থানায় একটি প্রতারণার মামলা করা হয়েছে, যেখানে অজ্ঞাত ৮ জনসহ মোট ১৪ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া, আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্যও প্রচার করেছেন, যা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে