ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র

২০২৫ জানুয়ারি ০৫ ২৩:৪৫:০৮
চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র

নিজস্ব প্রতিবেদক: চলে গেলেন কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। সংকটাপন্ন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র ও নাট্য অভিনেতা মিশা সওদাগর, যিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই খবর জানান।

প্রবীর মিত্র দীর্ঘ দিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতা ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং গত ২২ ডিসেম্বর থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। তিনি পুরান ঢাকায় বেড়ে উঠেছেন এবং স্কুলজীবন থেকেই নাট্যচর্চায় আত্মনিয়োগ করেন। স্কুলের ছাত্রাবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

১৯৬৯ সালে নির্মিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। এই ছবিটি প্রয়াত পরিচালক এইচ আকবরের পরিচালনায় ১৯৭১ সালের ১ জানুয়ারি মুক্তি পায়।

প্রবীর মিত্র অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, এবং ‘প্রতিজ্ঞা’।

তিনি প্রায় চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এবং নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত হয়েছেন। যদিও দীর্ঘ ক্যারিয়ারে তার পুরস্কার ভাগ্য তেমন প্রসন্ন ছিল না, তবে তিনি ‘বড় ভালো লোক ছিল’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এ ছাড়া ২০১৮ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে আসতে আসতে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছিলেন প্রবীর মিত্র। তার দিনগুলো ঘরবন্দী কাটছিল। প্রবীর মিত্রের মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্র জগতের একটি অপূরণীয় ক্ষতি।

আরিফ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে