ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

সাকিবকে দুই বছর আগেই শাস্তি দেওয়া উচিত ছিল: অর্থ উপদেষ্টা

২০২৪ ডিসেম্বর ১৫ ২০:৫৫:১১
সাকিবকে দুই বছর আগেই শাস্তি দেওয়া উচিত ছিল: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে কারসাজির দায়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে বলেন, সাকিবকে আর্থিক খাতে অসৎ কর্মকাণ্ডের জন্য প্রায় দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল।

অর্থ উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশে গত ১৫ বছরে দুর্নীতি এমন মাত্রায় পৌঁছেছে যা বিশ্ব ইতিহাসে বিরল। তিনি বলেন, চুরি ও দুর্নীতি অনেক দেশে ঘটে, তবে বাংলাদেশের মতো এতো উচ্চ মাত্রা বা ফ্রিকোয়েন্সি সচরাচর দেখা যায় না।

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সম্পর্কে ড. সালেহউদ্দিন আহমেদ জানান, ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানোর পরিকল্পনা রয়েছে এবং এই প্রণোদনা সারা জীবন দেওয়া সম্ভব নয়। যৌক্তিক কর প্রদান করা হবে বলে উল্লেখ করেন তিনি।

ট্যাক্স সিস্টেমের সংস্কারের বিষয়েও কথা বলেছিলেন তিনি। তিনি জানান, ট্যাক্স পলিসি এবং ট্যাক্স ইমপ্লিমেন্টেশনকে আলাদা করা হবে।

প্রসঙ্গত, বিএসইসির ২০২২ সালের এক তদন্ত প্রতিবেদনে সাকিব আল হাসানের শেয়ার কারসাজির বিষয়টি তুলে ধরা হয়, এবং গত ২৪ সেপ্টেম্বর তাকে ৫০ লাখ টাকার জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে