ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ৩১ হাজার অবৈধ অভিবাসী আটক

২০২৪ সেপ্টেম্বর ০৪ ০৯:২৯:১৭
বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ৩১ হাজার অবৈধ অভিবাসী আটক

নিজস্ব প্রতিবেদক : মাঝে মাঝেই মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। চলতি বছরের জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বরের পর্যন্ত দেশটি ৩১ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক করেছে। সোমবার বেরিতা আরটিএম ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়।

দেশটির ইমিগ্রেশন পুলিশ। আর সর্বশেষ সোমবার আটকদের মধ্যে রয়েছেন ১৭ বাংলাদেশের নাগরিক।

জানা গেছে, অনেক দিন দেশটিতে থাকার পরও যাদের বৈধ কাগজপত্র নেই, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান নিয়ে অভিবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মালয়েশিয়ার পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে এ অভিযান চালাচ্ছে বলে জানা যায়।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩১ হাজার ১৯৬ অবৈধ অভিবাসী এবং ১ হাজার ১৮ নিয়োগকর্তাকে আটক করেছে অভিবাসন বিভাগ। তবে এ অভিযানগুলোতে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা জানা যায়নি।

তবে সোমবার আটকদের মধ্যে বাংলাদেশের ১৭, ইন্দোনেশিয়ার ৫, মায়ানমারের ১২, শ্রীলঙ্কা ১ এবং নেপালের ২ নাগরিক রয়েছেন বলে জানা গেছে। যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে