ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

অস্ট্রেলিয়ায় খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী পালন

২০২৪ আগস্ট ২১ ১৭:৫৭:৪৩
অস্ট্রেলিয়ায় খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী পালন করেছে অস্ট্রেলিয়া বিএনপি।

রোববার (১৮ আগস্ট) সিডনিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতাও কামনা করা হয়।

জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আবুল হাছান।

অনুষ্ঠানের শুরুত কোরআন থেকে তেলাওয়াত এবং খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন মাওলানা ফেরদৌস আহম্মেদ।

অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, সাবেক সহ সভাপতি রুহুল আহম্মেদ সওদাগর, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট নাসির উল্লাহ, সহ সভাপতি একেএম ফজলুল হক শফিক, যুবদল নেতা ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম খালেদা জিয়ার রাজনৈতিক ও কর্মজীবনের আলোকিত দিকগুলো আলোচনা করেন ।

জন্মবার্ষিকীর আলোচনায় আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির সহ সভাপতি কামরুল হাসান আজাদ, বেলাল হোসেন ঢালী, আব্দুল মালেক মানিক, হাবিব মোহাম্মদ জকি, মোহাম্মদ কামরুজ্জামান ঝিন্টু, সাংগঠনিক সম্পাদক এএন এম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ শিবলু, খাইরুল কবির পিন্টু, আরিফ তাহের, মোহাম্মদ জাকির হোসেন রাজু, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, লিন্টাস পেরেরা, গোলাম রাব্বী শুভ্র, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আব্দুল মুমিন, মো. আমিনুর রহমান ফরিদ, সুধন যোসেফ ক্রুশ, অসিত গোমেজ, আলবিস কস্তা, মাহমুদুল হক দুলাল, মোহাম্মদ বাচ্চু, জাহিদ আবেদীন, মো. সাইফুল ইসলাম, মো. শাহ জালাল, মোহাম্মদ ইফতেখার আহম্মেদ প্রমুখ।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে