ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে রাষ্ট্রায়াত্ব তিন কোম্পানিতে বড় রদবদল

২০২৪ আগস্ট ১৫ ১০:৪৭:৫৭
শেয়ারবাজারে রাষ্ট্রায়াত্ব তিন কোম্পানিতে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভু্ক্ত রাষ্ট্রায়াত্ব তিন কোম্পানিতে বড় রদবদল হয়েছে। কোম্পানি তিনটি হলো-পদ্মা ওয়েল, যমুনা ওয়েল ও মেঘনা পেট্রোলিয়াম। কোম্পানি তিনটি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সুপিরিয়র সিলেকশন কমিটির সভায় এই পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

পেট্রোলিয়াম কর্পোরেশনের সচিব মুহাম্মদ আশরাফ হোসেন ১৪ আগস্টের তারিখে এসব বদলির অফিস আদেশে স্বাক্ষর করেন।

অফিস আদেশে পদ্মা ওয়েল, যমুনা ওয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালকদের সরিয়ে দেওয়া হয়েছে। তাদের জায়গায় নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

কোম্পানি তিনটির মধ্যে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সোবহানকে নিয়োগ দেওয়া হয়।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মহাব্যবস্থাপক টিপু সুলতানকে পদোন্নতি দিয়ে মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মুস্তফা কুদরত-ই-ইলাহী কে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে