ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশের অস্থিরতা নিয়ে

লন্ডন স্টক এক্সচেঞ্জে যা বলেছে বেক্সিমকো ফার্মা

২০২৪ আগস্ট ১৫ ০৬:৪৪:২১
লন্ডন স্টক এক্সচেঞ্জে যা বলেছে বেক্সিমকো ফার্মা

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন নিয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড লন্ডন স্টক এক্সচেঞ্জে বলেছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক অস্থিরতার সময় তাদের উৎপাদন এবং বিতরণ সুবিধাসমূহ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্থ হয়নি।

বাংলাদেশ জুড়ে সাম্প্রতিক অস্থিরতার আলোকে এবং অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপটে কোম্পানিটি মঙ্গলবার লন্ডন স্টক এক্সচেঞ্জে একটি বিবৃতি প্রদান করেছে।

লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা ওই বিবৃতিতে বলেছে, দেশের বিভিন্ন অংশে শান্তি বিঘ্নিত হওয়ার ফলে কর্মচারীদের নিরাপত্তা ও কল্যাণের বিষয় গুরুত্ব দেওয়ার কারণে কোম্পানিটির বিতরণ হ্রাস পেয়েছে। কোম্পানির উৎপাদন ও বিতরণ ব্যবস্থা এখন স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলেছে তারা দেশে সুস্থ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যেকোন অস্থিরতা মোকাবেলায় বদ্ধপরিকর। এর প্রেক্ষিতে আমরা আগামী দিনে স্বাভাবিক উৎপাদন ও বিতরণ ব্যবস্থা শুরু করার আশা করছি।

বেক্সিমকো ফার্মা বলেছে, তারা বর্তমানে আশা করে না যে এই ব্যাঘাতটি বছরের জন্য তার আর্থিক প্রত্যাশার উপর বস্তুগত প্রভাব ফেলবে। কোম্পানিটি বলেছে, এই বিষয়ে ভবিষ্যতে প্রয়োজনে আরও আপডেট দেওয়া হবে।

সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা এবং বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে বুধবার ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানায়,পালানোর চেষ্টার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে নিউমার্কেট থানায় দায়ের করা এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে