ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে নাচে-গানে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

২০২৪ জুলাই ১৫ ১৬:৩৮:৩৫
যুক্তরাষ্ট্রে নাচে-গানে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগানে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব।

শনিবার (১৩ জুলাই) বিকেলে প্রখ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অন্তরা অন্তি এবং তার স্বামী স্টলিং হাইটসের বাসিন্দা পাস্কজ রায় চৌধুরী তাদের বাড়ির উঠানে বাঙালির দুই গর্বিত কবির জন্মবার্ষিকী উদযাপন করেন।

আয়োজকরা জানান, বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুর ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এই আয়োজন।

ওইদিন বিকেল ৫টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট দার্শনিক ড. দেবাশীষ মৃধা, তার সহধর্মিণী চিনু মৃধা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রতিশ রায় চৌধুরী।

এই সময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আকরাম হোসেন, রবীন্দ্রনাথ শীল, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে