ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিল ওমান

২০২৪ জুলাই ০৬ ২০:১৯:২০
বাংলাদেশি শ্রমিকদের সুখবর দিল ওমান

নিজস্ব প্রতিবেদক : ওমানে নতুন করে জনশক্তি নেওয়ার বিষয় নিয়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বালুশী।

তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি যাতে, বাংলাদেশে শ্রমিকদের শিগগিরই ওয়ার্কিং ভিসা প্রদান শুরু হতে পারে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে ওমানের রাষ্ট্রদূত সাক্ষাত করে এসব কথা জানান।

বাংলাদেশিদের ওপর ভিসা ইস্যুতে নিষেধাজ্ঞার বিষয়ে আল-বালুশী বলেন, আসলে প্রায় ১০ লাখ বাংলাদেশি জনশক্তি তাদের শ্রমবাজারে কাজ করছে। এটি বিশেষ করে বাংলাদেশের জন্য নয়, আমরা শ্রমের চাহিদা পূরণের জন্য পর্যায়ক্রমে শ্রমবাজার পর্যালোচনা করি।

রাষ্ট্রদূত বলেন, বিধিনিষেধের উপায় দেখে মনে হচ্ছে বাংলাদেশের ওপর ব্যাপক ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আসলে কিন্তু তেমন নয়। তবে জনশক্তি ভিসা ছাড়া বাকি সব ভিসা যেমন ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা খোলা আছে। বাংলাদেশিদের জন্য দশটি ক্যাটাগরির ওমানের ভিসা এখন উন্মুক্ত।

এই সময় অ্যাম্বাসেডর এট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে