ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ফিলিস্তিনিদের সমর্থনে ৬ দফা দাবি নিয়ে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান

২০২৪ মে ০৭ ১০:২৭:৩৯
ফিলিস্তিনিদের সমর্থনে ৬ দফা দাবি নিয়ে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান

প্রবাস ডেস্ক : ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবিলম্বে যুদ্ধবিরতি এবং চলমান গণহত্যার স্বীকৃতি সহ ফিলিস্তিনের প্রতি সমর্থনের ছয় দফার দাবিতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন। সোমবার (৬ মে) স্থানীয় সময় বিকেলে ‘দখলদারিত্বের বিরুদ্ধে শিক্ষার্থীরা’ সংগঠনের ব্যানারে ক্যাম্পাসের ভেতরে ৩৫-৪০টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি শুরু করেন।

৬ দফা দাবির মধ্যে রয়েছে– অবিলম্বে ফিলিস্তিনের গাজা ও রাফায় যুদ্ধবিরতি কার্যকর, ইসরায়েলের গাজা অবরোধ তুলে নেওয়া ও ইসরায়েলের নিন্দা জানিয়ে ফিলিস্তিনে চলমান গণহত্যাকে স্বীকৃতি জানানো, ফিলিস্তিনের দখলদারিত্বের সঙ্গে জড়িত ও সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডেনমার্ক সরকার ও কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ প্রত্যাহার ও চুক্তি বাতিল করা।

এসব প্রতিষ্ঠানের সঙ্গে এযাবৎ করা বিনিয়োগ সংক্রান্ত আর্থিক কার্যক্রমের স্বচ্ছতা প্রদান, ইসরায়েলের একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডেনমার্ক সরকারের প্রাতিষ্ঠানিক সহযোগিতা বন্ধ করে তাদের বয়কটের প্রতিশ্রুতি প্রদান এবং ফিলিস্তিনি শিক্ষার্থীদের দুর্দশাকে স্বীকৃতি প্রদান।

এসময় তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সন্ধ্যার পর থেকে শিক্ষার্থীদের এ আন্দোলন আরও জোরদার হতে থাকে এবং ক্যাম্পাসে ও বিভিন্ন জায়গা থেকে শত শত শিক্ষার্থী এ আন্দোলনে সমর্থন জানিয়ে যোগ দেন।

এদিন রাতেও শিক্ষার্থীরা ক্যাম্পাসের অস্থায়ী ক্যাম্পে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান অব্যাহত রেখেছেন।

শেয়ারনিউজ, ০৭ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে