ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

টরন্টোতে পিডিআই কানাডার উদ্যোগে মে দিবস উদযাপন

২০২৪ মে ০৬ ১৯:২৩:৫২
টরন্টোতে পিডিআই কানাডার উদ্যোগে মে দিবস উদযাপন

প্রবাস ডেস্ক : ‘মেহনতি ​​মানুষের জয় হোক’ এই শ্লোগান নিয়ে টরন্টোতে পালিত হয়েছে 'মে দিবস'। প্রগ্রেসিভ ডেমোক্রেটিক ইনিশিয়েটিভ (পিডিআই) ৫ মে ড্যানফোর্থের হোপ ইউনাইটেড চার্চে মে দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংগঠনের সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। পিডিআই কানাডার সাধারণ সম্পাদক মনির জামান রাজু অনুষ্ঠানের প্রথম পর্ব, আলোচনা সভা পরিচালনা করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখেন কানাডা পোস্ট ইউনিয়ন কর্মী শাহীন হাসান, চট্টগ্রাম স্টিল মিল ইউনিয়নের সাবেক নেতা রোমান চৌধুরী, কানাডার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হেলেন কেনেডি, ইরানের বামপন্থী নেতা রেজা বেহরাভেন এবং আফগানিস্তানের বামপন্থী আন্দোলনের নেতা রহমত।

১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেটে সংঘটিত শ্রমিক আন্দোলনের শিক্ষা এবং বর্তমানে শ্রমিক শ্রেণির অবস্থার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডা শিক্ষক ইউনিয়নের নেতা টিটো খন্দকার।

অন্যান্য বক্তারা বলেন, ১৮৮৬ সালের শিকাগো শহরের শ্রমিক আন্দোলনের স্মরণে সারা বিশ্বের শ্রমিকশ্রেণি এই দিনটিকে শ্রমিকদের বিজয়ের দিন, অধিকার আদায়ের দিন হিসেবে পালন করে আসছে।

এই আন্দোলন আমেরিকাতে হলেও আমেরিকা এবং কানাডা এই দিনটিকে স্বীকৃতি দেয় না। উপযুক্ত মজুরি, কর্ম পরিবেশ, জীবন যাত্রার মান ইত্যাদিসহ নানা দাবি দাওয়া নিয়ে সারা বিশ্বে এখনও শ্রমিক শ্রেণি লড়াই করে যাচ্ছে।

আয়োজনের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, পিডিআই কানাডার সহ-সাধারণ সম্পাদক আরিফ মোর্শেদ। এই পর্বে আবৃত্তি করেন কামরান করিম, রওশান জাহান উর্মি এবং শেখর গোমেজ।

অনুষ্ঠানের দ্বিতীয় নৃত্য পরিবেশনা করেন, অরুনা হায়দার। একক সঙ্গীত পরিবেশন করেন ফারজানা আজিম শিউলী, আসিফ চৌধুরী । বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদের শিল্পীবৃন্দ সব শেষে দলীয় গণসংগীত পরিবেশন করেন।

শেয়ারনিউজ, ০৬ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে