ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

কুয়েতের মাটিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

২০২৪ এপ্রিল ২৮ ০৯:৪৪:০৯
কুয়েতের মাটিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : কুয়েতের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সম্প্রতি ডেজার্ট চ্যাম্পিয়নশিপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের ২০টি দল অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাত এগারোটায় কুয়েত ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয় ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট। খেলা চলে রাত তিনটা পর্যন্ত।

বাংলাদেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের ২০টি দলের সঙ্গে দীর্ঘ ছয় মাস খেলে ফাইনালে আসে প্রবাসী বাংলাদেশিদের দল বি বাড়ীয়া একাদশ এবং ভারতীয় প্রবাসীদের দল।

টসে জিতে প্রথমে ভারতের রাজোয়েল ক্রিকেট ক্লাব ফিল্ডিং নিয়ে নির্দিষ্ট ওভার শেষে আট উইকেটে ১২১ রান করে। জবাবে বি বাড়ীয়া একাদশ চার উইকেটে ১৭ ওভার তিন বলে লক্ষ্যে পৌঁছায়। দীর্ঘ ১১ বছরের সাধনার প্রতিফলন ঘটেছে বলে জানায় বি বাড়ীয়া একাদশ ক্লাবের কর্মকর্তারা।

বাংলাদেশি প্রবাসীরা শুধু রেমিট্যান্স যোদ্ধা নয়, কর্মব্যস্ততার মাঝেও তাদের শ্রম আর মেধায় অর্জিত এই জয় কুয়েতে ক্রিকেট অঙ্গনে মাইলফলক মনে করছেন সংশ্লিষ্টরা।

খেলায় উপস্থিত ছিলেন, বি বাড়ীয়া একাদশ ক্লাবের উপদেষ্টা মঈন উদ্দিন মঈন, মির্জা সোহেল বেগ, বি বাড়ীয়া একাদশ ক্লাবের সাধারণ সম্পাদক শিপন, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের প্রচার সম্পাদক মহসিন পারভেজসহ ক্রিকেটপ্রেমীরা।

শেয়ারনিউজ, ২৮ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে