ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

মালয়েশিয়ায় আরও ১৩২ বাংলাদেশি গ্রেফতার

২০২৪ এপ্রিল ২৮ ০৬:৪০:৪৩
মালয়েশিয়ায় আরও ১৩২ বাংলাদেশি গ্রেফতার

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে ১৩২ বাংলাদেশিসহ ২০৬ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শনিবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন জোহর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক বাহার উদ্দিন তারি। গ্রেফতারদের বয়স ১৮ থেকে ৬১ বছরের মধ্যে।

এর আগে গতকাল শুক্রবার রাজ্যের পাসির গুদাং এলাকায় অপস মাহির নামের অভিযানে এসব অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়।

বাহার উদ্দিন তারি জানান, ওই এলাকার একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে মোট ৫৩০ জন বিদেশি ও স্থানীয়দের কাগজপত্র পরীক্ষা করে অভিবাসন বিভাগ। এরপর সেখান থেকে ২০৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ১৩২ বাংলাদেশি ও ৫৩ জন চীনা নাগরিক রয়েছে। এছাড়া ১০ জন মিয়ানমারের, ৬ জন পাকিস্তানের, ৩ জন ইন্দোনেশিয়ার, ২ জন ভিয়েতনামের এবং একজন স্থানীয় বাসিন্দা।

অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ১৫(১)(সি) এবং ৫৬(১)(ডি), রেগুলেশন ১৭(বি) এবং রেগুলেশন ১১(৭)(এ) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিবাসন বিভাগ একটি বিবৃতিতে আরও বলেছে যে এই বছরের জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত জোহর রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯৩৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ারনিউজ, ২৮ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে