ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশির কাছে ঘুষ চেয়ে বিপদে মালয়েশিয়ান পুলিশ

২০২৪ এপ্রিল ২৭ ১৪:১৬:০৬
বাংলাদেশির কাছে ঘুষ চেয়ে বিপদে মালয়েশিয়ান পুলিশ

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে আটক বাংলাদেশির মুক্তির বিনিময়ে কোম্পানির পরিচালকের কাছে ঘুষ চাওয়ার অভিযোগে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের একটি শপিং কমপ্লেক্সের পার্কিং লটে সন্দেহভাজন ওই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে আটক করা হয়।

জানা যায়, সন্দেহভাজন ওই ব্যক্তি বাংলাদেশি শ্রমিকের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে তার কর্মচারীকে মুক্তি দেয়ার বিনিময়ে আড়াই হাজার রিঙ্গিত ঘুষ চাওয়া হয়।

গত সপ্তাহে সেলাঙ্গর রাজ্যের শাহ আলমে ইমিগ্রেশন পুলিশের অভিযানে ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯ এর ধারা ১৬(এ) (বি) এর অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে।

আটক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে রিমান্ড আবেদনের জন্য শুক্রবার (২৬ এপ্রিল) শাহ আলম ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

শেয়ারনিউজ, ২৭ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে