ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

কুয়েতের সড়কে ঝড়ল বাংলাদেশি প্রবাসীর প্রাণ

২০২৪ এপ্রিল ২৩ ০৯:৪৬:৪৬
কুয়েতের সড়কে ঝড়ল বাংলাদেশি প্রবাসীর প্রাণ

প্রবাস ডেস্ক : কুয়েতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতের নাম আকবর হোসেন। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে দেশটির রাবিয়ার পাশে ইশারা আল কাসেমিতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কা লেগে এই দুর্ঘটনায় ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

নিহত আকবর হোসেন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামের আদর্শ পাড়া হাদির গো বাড়ির সুলতান আহমদের ছেলে।

নিহতের নিকট আত্মীয় কুয়েত প্রবাসী সাখাওয়াত হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন ধরে তিনি মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন। শুক্রবার রাতে রাস্তা পারাপার হতে গেলে দুর্ঘটনার শিকার হন।

আকবর হোসেন বাংলাদেশ কমিউনিটিতে পরিচিত মুখ ছিলেন। তার মৃত্যুতে কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

যথাযথ প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

শেয়ারনিউজ, ২৩ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে