ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

লস অ্যাঞ্জেলসে বালা’র বর্ণিল আয়োজন

২০২৪ এপ্রিল ২২ ২২:১৭:৩২
লস অ্যাঞ্জেলসে বালা’র বর্ণিল আয়োজন

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক বর্ণাঢ্য আয়োজনে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস বালা-তে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

আমেরিকার মাটিতে এই যেন বাংলাদেশিদের অভাবনীয় এক মিলনমেলা। এর মধ্যে অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের সংগীতশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা এসডি রুবেলের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলস (বাফলা) এর সাবেক সভাপতি শিপার চৌধুরী, মো. শামসুদ্দিন মানিক, বর্তমান সভাপতি শাওন জিয়া, গ্রীষ্ম বরণের সভাপতি রফিকুল রহমান রাজু, টিয়া হাবিব, ভাষা সৈনিক ডা. মোহাম্মদ সিরাজুল্লাহ।

অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন অফ লস অ্যাঞ্জেলস বালার সভাপতি সৈয়দ এম হোসেন বাবু, সাধারণ সম্পাদক আদনান খান, নির্বাচিত সভাপতি সুলতান শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক শ্যামল, সংগীত শিল্পী ও চিত্রনায়ক এসডি রুবেলের ব্যতিক্রমী অবদান এবং দীর্ঘমেয়াদী প্রত্যয়ের জন্য একজন অসামান্য গায়কের প্রশংসা এবং স্বীকৃতিতে আজীবন সম্মাননা ২০২৪ প্রদান করা হয়।

শেয়ারনিউজ, ২২ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে