ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

শিরোনাম

জাপানের সহযোগিতা বাড়াতে আহ্বান প্রধান উপদেষ্টার নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বিনিয়োগ, যুব উন্নয়ন, রোহিঙ্গা সংকট ও সামুদ্রিক অর্থনীতি খাতে সহযোগিতা জোরদারে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (০৩ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, "জাপান সব সময় বাংলাদেশের একজন বিশ্বস্ত বন্ধু। সম্প্রতি জাপান সফরে গিয়ে আমরা আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হয়েছি। জাপানের সঙ্গে আমাদের সহযোগিতা আরও গভীর করা এখন সময়ের দাবি।" বৈঠকে মিয়াজাকি কাতসুরা বলেন, “বাংলাদেশ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা এ দেশের উন্নয়ন যাত্রায় সব সময় পাশে আছি।” তিনি জুলাই আন্দোলনে নিহত ও আহতদের প্রতি গভীর শোকও জানান। অধ্যাপক ইউনূস বৈঠকে মাতারবাড়ি প্রকল্পের গুরুত্ব তুলে ধরে একে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল বলে মন্তব্য করেন। তিনি জানান, বাংলাদেশ একটি সমুদ্রভিত্তিক অর্থনীতিতে রূপ নিতে চায়, যা বাস্তবায়নে জাপানের সহায়তা গুরুত্বপূর্ণ। শিক্ষা ও কর্মসংস্থানে তরুণদের সুযোগ বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, “অনেক তরুণ জাপানে কাজ করতে চায়, কিন্তু ভাষাগত প্রতিবন্ধকতা বড় সমস্যা। আমরা প্রস্তাব দিয়েছি, জাপানি শিক্ষকরা এখানে এসে কিংবা অনলাইনের মাধ্যমে ভাষা ও সংস্কৃতিগত প্রস্তুতি দিতে পারেন।” রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, “হাজার হাজার তরুণ শরণার্থী শিবিরে বেড়ে উঠছে—আশাহীন, হতাশাগ্রস্ত ও ক্ষুব্ধ হয়ে। এই পরিস্থিতির স্থায়ী সমাধানে জাপানের মানবিক সহায়তা আরও প্রয়োজন।” বৈঠকে মিয়াজাকি জানান, ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে জাইকা বাংলাদেশের বিচার বিভাগ, প্রশাসন, স্থানীয় সরকার ও স্বাস্থ্য খাতে সংস্কারে সহায়তা দিচ্ছে। এছাড়া, আইসিটি খাতে মানবসম্পদ উন্নয়নে একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা দুই দেশের সরকার, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাত যৌথভাবে বাস্তবায়ন করবে। বৈঠকে ড. ইউনূস রেলপথ নির্মাণ, অর্থনৈতিক সংস্কার ও মানবসম্পদ উন্নয়নে জাপানের ১ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও অনুদানের জন্য ধন্যবাদ জানান। সেইসঙ্গে ওডিএ সীমা ৩০০ বিলিয়ন ইয়েন থেকে ৪৫০ বিলিয়ন ইয়েনে উন্নীত করার প্রস্তাব দেন। তিনি বলেন, “বাংলাদেশ জাপানের বন্ধুত্ব ও অবদান চিরকাল স্মরণে রাখবে।” মিরাজ/*** ব্যাংক খাতে ফিরছে বিনিয়োকারীরা, ৩০ ব্যাংকের ইউটার্ন*** সূচক ইতিবাচক রাখতে যেসব কোম্পানি অবদান রেখেছে*** সাবেক মন্ত্রীর পালানোর ছবি ঘিরে ভাইরাল পিনাকীর স্ট্যাটাস*** যে কারণে প্রধানমন্ত্রী  এখন সংস্কৃতিমন্ত্রী *** পদত্যাগ করলেন মম: উঠে এলো চাঞ্চল্যকর তথ্য*** বাংলাদেশকে দারুণ খবর দিল সুইডেন***

লন্ডনে জকিগঞ্জের ইতিহাস নিয়ে প্রামাণ্যচিত্র

২০২৪ এপ্রিল ২২ ১৭:৪৪:০৪
 লন্ডনে জকিগঞ্জের ইতিহাস নিয়ে প্রামাণ্যচিত্র

প্রবাস ডেস্ক : সিলেটের ঐতিহ্যবাহি জনপদ জকিগঞ্জের ইতিহাস ঐতিহ্য নিয়ে লন্ডনে প্রমাণ্যচিত্র প্রদর্শন করেছে জকিগঞ্জ এসোসিয়েসন ইউকে।

প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দেশিয় জনপদের কথা জানাতে এবং ফেলে আসা দিনকে স্মরণ করতে এমন আয়োজন অবিস্মরণীয় বলে মন্তব্য করেছেন লন্ডনে বসবাসরত বাংলাদেশিরা।

রোববার (২১ এপ্রিল) লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমীতে আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউন্সিলর শেরওয়ার চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের ডেপুটি হাইকমিশনার হযরত আলী খান। এই সময় আর্থিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের কোষাধ্যক্ষ মুর্তজা চৌধুরী ইকবাল। অনুষ্ঠানে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে সিলেটের জকিগঞ্জকে সরকারি স্বীকৃতি প্রদানের দাবী জানিয়েছেন লন্ডন প্রবাসিরা। লন্ডনে জকিগঞ্জ এসোসিয়েসন ইউকে আয়োজিত উপজেলার ইতিহাস ঐতিহ্য বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনপূর্ব আলোচনা কালে এই দাবী জানান তারা। তারা আরো বলেন, ১৯৭১ সালের ২০ নভেম্বর ঈদের দিন রাতে মিত্র বাহিনীসহ এক সাঁড়াশি অভিযানে মুক্ত হয় সিলেটের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জ। যুদ্ধকালীন সময়ে এই অঞ্চল ছিল ৪ নম্বর সেক্টরের অন্তর্ভক্ত। দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে সরকারি স্বীকৃতি এখন সময়ের দাবী বলে বক্তারা উল্লেখ করেন। বিশেষ অতিথি ছিলেন- টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর জাহেদ চৌধুরী, নিউহাম কাউন্সিলের স্পিকার কাউন্সিলর রহিমা রহমান, ক্যামেডন কাউন্সিলের মেয়র কাউন্সিলর নাজমা রহমান, সাবেক স্পীকার আহবাব হোসেন, ডেপুটি স্পিকার কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ, কাউন্সিলর ফয়জুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন- লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাহাস পাশা, কমিউনিটি নেতা মুহিবুর রহমান মুহিব, নিজামুল হক নাজমুল, শাহাব উদ্দিন, মুফতি আব্দুল মুনতাকিম, চ্যানেল এসের ফারহান মাসুদ খান, সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার নুরুল গাফফার, ব্যারিস্টার মাসুদ আহমদ চৌধুরী, রফিকুল হায়দার, মুহিবুস সামাদ চৌধুরী মামুনসহ আরো অনেকে।

কুরআনে পাক থেকে তেলাওয়াত করেছেন জকিগঞ্জের কৃতি সন্তান দারুল উম্মা মসজিদের খতিব ও ইমাম শেখ কাজী আশিকুর রহমান এবং হাফিজ মওলানা জাকারিয়া।

বক্তারা বলেন, আঞ্চলিক সংগঠন হিসেবে জকিগঞ্জ এসোসিয়েসন সর্বপ্রথম নিজ এলাকার যে প্রামাণ্যচিত্র প্রদর্শন করালো তা অন্যান্য উপজেলাবাসিও অনুসরণ করবে। এতে শেকড়ের কথা জানবে নতুন প্রজন্ম।

সংগঠনকে থেকে জানানো হয়েছে বর্তমান সংস্করণে যে কমতি আছে আগামিতে যেসব সংস্করণ আসবে তা সংযোজন করা হবে। বহির্বিশ্বে আলোকিত জকিগঞ্জ প্রজন্ম নিয়ে পরবর্তী সংস্করণ প্রক্রিয়াধীন আছে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো বায়ান্ন টিভি।

শেয়ারনিউজ, ২২ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে