ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ হেরিটেজ ডে’ উদযাপন

২০২৪ এপ্রিল ১৫ ১২:২৯:১৯
যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ হেরিটেজ ডে’ উদযাপন

প্রবাস ডেস্ক : সান ফ্রান্সিসকো বে এরিয়ার বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে 'বাংলাদেশ হেরিটেজ ডে' উদযাপন করেছে।

দিবসটি উপলক্ষে রোববার (১৩ এপ্রিল) পেপ্যাল পার্ক স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

সান জোসে ভূমিকম্প বনাম কলোরাডো র‌্যাপিডসের মধ্যে খেলা শুরুর আগে বাংলাদেশের নৃত্যশিল্পীরা দেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরেন।

এইবাংলাদেশের প্রতিনিধিত্ব করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশীরা। এ সময় তাদের 'বাংলাদেশ বাংলাদেশ' স্লোগান দিতে শোনা যায়।

এ ছাড়া ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ এবং ‘চার ছক্কা হই হই’ এই গান দুটো সঙ্গে মনোমুগ্ধকর পরিবেশনায় ছিল ‘Bangladeshis in the Bay’ দল।

অনুষ্ঠানের পৃষ্টপোষকতা করেন সান হোজে আর্থকুয়েকস মাকেটিং ভাইস প্রেসিডেন্ট টুটুল রহমান এবং জিয়া করিম। সার্বিক তত্বাবধানে ছিলেন কাজী শাহরিয়ার রহমান।

নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করেন তাহরিনা আহমেদ রুমু, হুমায়রা আজিজ, তাসনিম রিয়া, অর্চি দাসগুপ্তা, সাঞ্জিনা হাসান, সোফিয়া রহমান, আরুশা, ফাহিম করিম, আরমান এলাহি, রাহামিন হোসেন, আবরার জামাল, আনজার জামাল, জেরিন পুলম, খাদিজা পিউ, প্রিয়তি, তাহমিনা ইমাম এবং কাওসার জামাল।

এছাড়া স্থানীয় বাংলাদেশী ফুটবল খেলোয়াড়দের একটি প্রতিনিধি দলকে সান জোসে আর্থকোয়েকস কর্তৃপক্ষ বিশেষ স্বাগত জানায়।

স্থানীয় বাংলাদেশী জ্যামিং এন্টারটেইনমেন্টের সিইও আজিজ চৌধুরী এমন একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য সান জোসে আর্থকোয়েকস কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

শেয়ারবাজার, ১৫ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে