ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

মালয়েশিয়ায় গিয়ে টিকটকে আসক্ত বাংলাদেশিরা!

২০২৪ এপ্রিল ১৪ ১১:৫৬:৩৫
মালয়েশিয়ায় গিয়ে টিকটকে আসক্ত বাংলাদেশিরা!

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় রয়েছে বিভিন্ন পর্যটন স্পট। এসব স্পটের প্রবেশপথে তাদের অশ্লীল ও বিকৃত অঙ্গভঙ্গি দিয়ে উগ্র সংলাপের অসুস্থ প্রতিযোগিতা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, লাইক, কমেন্ট, শেয়ার ও ভাইরালিটির নেশায় অনেকেই দেশের আইন উপেক্ষা করে কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ারের পানির ঝর্ণায় নেমে অশ্লীল ও বিকৃত অঙ্গভঙ্গি করছেন।

এসব ভিডিও ধারণ করে তা ফলাওভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে এবং সেখানে পুলিশ ও ইমিগ্রেশন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

সম্প্রদায়ের নেতারা বলছেন, অনেক বাংলাদেশি আছেন যারা তাদের ইন্দোনেশিয়ান, ফিলিপিনো এবং স্থানীয় গার্লফ্রেন্ডদের সাথে অবাধে অশ্লীল এবং অশ্লীল ভিডিও তৈরি করে স্থানীয়দের বিব্রতকর অবস্থায় ফেলেন।

প্রযুক্তিবিদরা বলছেন, প্রযুক্তির যেকোনো উদ্ভাবনের ইতিবাচক দিক রয়েছে। যতটা সম্ভব ভালো কাজে ব্যবহার করা হলে এবং তাতে নিজের বা অন্যের ক্ষতি না হয় বা দেশের সম্মান ক্ষুণ্ন না হয় বা সামাজিক অন্যায় না হয় তা স্বাভাবিকভাবেই মেনে নেওয়া যায়।

কিন্তু টিকটক করার সময় বিকৃত মানসিকতা প্রকাশ করা কোনোভাবেই কাম্য নয়। সাধারণ প্রবাসীরা বলছেন, একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না; আমরা মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের কিছুটা সুখ-স্বাচ্ছন্দ্য দেওয়ার প্রত্যয় নিয়ে বিদেশ চলে আসছি।তারা বলেন, আমরা প্রবাসীরা প্রতিকূল পরিবেশে সময় কাটাই। সময় থাকতে সময় দিতে হবে। হয়তো এমন একদিন আসবে যখন পরগাছা হয়ে লালিত জীবন যাপন করতে হবে। এটা অবশ্যই ভালো দেখাবে না। তারা আরও বলেন, বর্তমান সময়কে মূল্যায়ন করে সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে প্রবাসী জীবন কাটাতে হবে। মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

শেয়ারনিউজ, ১৪ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে