ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ফ্রান্সে‌ প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট জার্সি উন্মোচন

২০২৪ এপ্রিল ১৪ ১১:৪৬:২৯
ফ্রান্সে‌ প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট জার্সি উন্মোচন

প্রবাস ডেস্ক : ফ্রান্স ফুটবলের দেশ হলেও ক্রিকেটও দেশটিতে উন্নতি করছে। দেশের জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি প্রবাসী দলগুলোও গুরুত্ব পাচ্ছে। যেখানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি দেখানো হয়েছে।

এরই মধ্যে ফরাসি ক্রিকেট পরিচালনা বোর্ডে জায়গা করে নিয়েছেন প্রবাসী বাংলাদেশি ক্রিকেটাররা। আগামীতে দেশটির জাতীয় ক্রিকেট দলেও শক্ত অবস্থান করতে চান তারা।

সেই লক্ষ্যে ক্রিকেটীয় নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় শনিবার (১২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বেঙ্গল টাইগার স্পোর্টিং ক্লাবের নতুন জার্সি।

এই উপলক্ষে রাজধানী প্যারিসের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের জিএমজি কার্গোর স্বত্বাধিকারী দাতো মোঃ এবাদত হোসেন। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ফারুক শোয়াব। সভাপতিত্ব করেন আরিয়ান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি বস-এর স্বত্বাধিকারী আইয়ুব হাসান ও ফ্রেস ফুড ফ্রান্সের ম্যানেজিং ডিরেক্টর ফারুক হোসেন। আরও উপস্থিত ছিলেন এমডি নুর, সাংবাদিক ফেরদৌস করিম আখন্জি, বাদল কৃষ্ণ‌ পাল। ক্রিকেটার লিটন, শামীম, মাসুকুর রহমান, মল্লিক সনি, সানবীর, আরিফ, সাকিবসহ আরও অনেকে।

অনুষ্ঠানে ফ্রান্সে ক্রিকেটকে কিভাবে আরও এগিয়ে নেয়া যায় সে বিষয়ে বিস্তোরিত আলোচনা হয়। বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাব 2019 সালে ফ্রান্সে যাত্রা শুরু করে। ক্লাবটি ইতিমধ্যেই দেশের মূলধারার ক্রিকেট লিগের তৃতীয় বিভাগে অংশগ্রহণ করে বেশ সুনাম অর্জন করেছে।

ক্লাবটির টাইটেল স্পন্সর জিএমজি কার্গো। বিডি বস এবং ফ্রেশ ফুডও স্পন্সর।

শেয়ারনিউজ, ১৪ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে