ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

কিংবদন্তি সংগীতশিল্পী পঙ্কজ উদাস আর নেই

২০২৪ ফেব্রুয়ারি ২৬ ১৮:০০:৩৪
কিংবদন্তি সংগীতশিল্পী পঙ্কজ উদাস আর নেই

নিজস্ব প্রতিবেদক : পরপারে পাড়ি জমালেন ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী পঙ্কজ উদাস। ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। তার মেয়ে নয়াব উদাস ইনস্টাগ্রামে এক পোস্টে এই খবর নিশ্চিত করেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় এ শিল্পী।

মেয়ে নায়াব উদাস ইনস্টাগ্রামে তার পোস্টে লিখেছেন, 'খুবই দুঃখভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, দীর্ঘদিন ধরে রোগে ভোগার কারণে আজ ২৬ ফেব্রুয়ারি পদ্মশ্রী পঙ্কজ উদাস চিরবিদায় নিয়েছেন।'

বলিউড পাড়ায় ৪০ বছরেরও বেশি সময় ধরে মাতিয়ে রেখেছে এই কিংবদন্তি। হিন্দি সিনেমা এবং ইন্ডিয়ান পপের জগতে প্রচুর অবদান তার। লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, আশি ও নব্বইয়ের দশকে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। চান্দি জ্যায়সা, রং, না কাজরে কি ধার, দিওয়ারো সে মিল কর রোনা, আহিস্তা, থোড়ি থোড়ি প্যার করো, নিকলো না বেনাকাব, পঙ্কজ উদাসের গাওয়া এই সব গজল আজও ভুলতে পারেনি শ্রোতা-দর্শকরা।

এছাড়াও তার ঝুলিতে রয়েছে- নেশা, পয়মানা, হসরত, হামসফর -এর মতো জনপ্রিয় অ্যালবাম।

শেয়ারনিউজ, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে