ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

পুতিনকে তুলে নেওয়া প্রসঙ্গে যা বললেন ট্রাম্প

২০২৬ জানুয়ারি ১১ ০৭:৫৮:১৮
পুতিনকে তুলে নেওয়া প্রসঙ্গে যা বললেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তার সেফ হোম থেকে মার্কিন বাহিনীর তুলে নেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এক বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাংবাদিকরা জানতে চান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও একইভাবে বন্দি করা হবে কি না। এমন প্রশ্নের সরাসরি উত্তরে ট্রাম্প জানিয়েছেন, পুতিনের ক্ষেত্রে তেমন কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছেন না তিনি।

মাদুরোকে আটকের ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক চাঞ্চল্যকর মন্তব্যের প্রেক্ষাপটে এই প্রশ্নটি সামনে আসে। জেলেনস্কি বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি স্বৈরশাসকদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নিতে পারে, তবে পরবর্তী লক্ষ্যবস্তু কে হতে পারে তা তাদের ভালোভাবেই জানা আছে। তার এই মন্তব্যকে অনেকেই পুতিনের প্রতি পরোক্ষ হুঁশিয়ারি হিসেবে দেখছেন।

গত শুক্রবার হোয়াইট হাউসে তেল খাতের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলেন। তিনি জানান, পুতিনের সঙ্গে সবসময়ই তার সুসম্পর্ক ছিল এবং তিনি সেটি বজায় রাখতে আগ্রহী। একই সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক বছরের জন্য যুদ্ধবিরতি কার্যকর করার মধ্যস্থতা ব্যর্থ হওয়ায় তিনি নিজের হতাশা প্রকাশ করেন।

এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চরম ক্ষোভ প্রকাশ করেছে ক্রেমলিন। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া এই মার্কিন অভিযানকে সরাসরি ‘দস্যুতা’ হিসেবে আখ্যা দিয়েছেন। মস্কোর দাবি, বিশ্ব পরাশক্তিগুলোর এমন আচরণ আন্তর্জাতিক অঙ্গনে চরম বিশৃঙ্খলা ও অরাজকতা তৈরি করবে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে