ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তফসিলে আংশিক সংশোধন এনেছে ইসি

২০২৫ ডিসেম্বর ২০ ১৯:০৪:৪৭
তফসিলে আংশিক সংশোধন এনেছে ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন করেছে। মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্য পরিবর্তন করে শনিবার (২০ ডিসেম্বর) সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়।

এ প্রজ্ঞাপনটি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত। সংশোধনের মূলত তিনটি প্রধান ধারা সংশোধিত হয়েছে।

ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ (১) অনুযায়ী জাতীয় সংসদ গঠন ও প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে একজন করে সদস্য নির্বাচনের সময়সূচী সংক্রান্ত গেজেটে পরিবর্তন আনা হয়েছে।

গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় দ্বিতীয় ও তৃতীয় লাইনে সংবিধানের ১২৩ অনুচ্ছেদের শব্দ ও চিহ্নগুলো বাতিল করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তারিখের জন্য উল্লেখিত ২১-২৭ পৌষ, ৫-১১ জানুয়ারি, সোমবার-রোববার শব্দের পরিবর্তে নতুন করে ২১-২৫ পৌষ, ৫-৯ জানুয়ারি, সোমবার-শুক্রবার শব্দ ব্যবহার করা হবে।

তদুপরি, গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির তারিখের বিপরীতে উল্লেখিত ২৮ পৌষ-৪ মাঘ, ১২-১৮ জানুয়ারি, সোমবার-রোববার শব্দের পরিবর্তে নতুন করে ২৬ পৌষ-৪ মাঘ, ১০-১৮ জানুয়ারি, শনিবার-রোববার শব্দ প্রতিস্থাপন করা হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে