ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৫ ডিসেম্বর ২০ ১৮:৫০:৫৯
ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার নতুন তারিখ চূড়ান্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজ রাতেই এ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টা থেকে পরীক্ষা শুরু হবে। রাতের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

এর আগে, শরিফ ওসমান হাদী এবং ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সকল জুলাই যোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে আজ (২০ ডিসেম্বর) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদী মারা যান। এরপর রাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। শোক পালন এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাদির মৃত্যুকে সম্মান জানিয়ে ভর্তি পরীক্ষা নেওয়া অনুপযুক্ত বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে