ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: সরকারের বিবৃতি

২০২৫ ডিসেম্বর ১৯ ১৫:২১:৪৬
সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: সরকারের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যে সহিংসতা ঘটেছে, তার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে সরকার এই আহ্বান জানিয়ে স্পষ্ট করে বলেছে, সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

বিবৃতিতে সরকার জানায়, সাম্প্রতিক সময়ে কয়েকটি বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠী সহিংস কর্মকাণ্ডে জড়িয়েছে। এসব তৎপরতার বিরুদ্ধে দেশের সব নাগরিককে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়, সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমালের ক্ষয়ক্ষতির যে কোনো প্রচেষ্টা সরকার কঠোরভাবে নিন্দা করে।

অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে আরও বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগোচ্ছে। এমন সময়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে শান্তিপূর্ণ অগ্রযাত্রা ব্যাহত করতে চায়, তাদের কারণে এই পরিবর্তনের ধারা কোনোভাবেই থামতে দেওয়া হবে না।

নির্বাচন ও গণভোট প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরে বিবৃতিতে বলা হয়, এগুলো কেবল রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং একটি গভীর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার সেই স্বপ্নের সঙ্গে যুক্ত, যার জন্য শহীদ শরিফ ওসমান হাদি নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণার রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে।

বিবৃতিতে গণমাধ্যমের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাও উল্লেখ করা হয়। দ্য ডেইলি স্টার, প্রথম আলো ও নিউ এজের সাংবাদিকদের উদ্দেশে সরকার জানায়, তারা সাংবাদিকদের পাশে রয়েছে। সন্ত্রাস ও সহিংসতার শিকার হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা মানেই সত্য ও স্বাধীন মতপ্রকাশের ওপর আঘাত। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

এ ছাড়া ময়মনসিংহে একজন হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সরকার বলেছে, নতুন বাংলাদেশে এ ধরনের বর্বরতার কোনো স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিবৃতির শেষাংশে সরকার দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এই সংকটময় সময়ে সহিংসতা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যান ও প্রতিরোধের মাধ্যমেই শহীদ হাদির প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন সম্ভব।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে