ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপির জাতীয় রিল প্রতিযোগিতা

২০২৫ ডিসেম্বর ১৬ ১৮:১০:৫৩
তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপির জাতীয় রিল প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে শুরু হয়েছে একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি—‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

রাজধানীর গুলশান-২ এলাকায় বিএনপি চেয়ারপারসনের অফিসসংলগ্ন দলের নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। দুপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, মোট ১১টি নির্ধারিত বিষয়ের ওপর ভিত্তি করে এ প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন—এই তিনটি বিষয় ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপির মৌলিক নীতির অংশ। এই দর্শন সামনে রেখেই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় পর্যায়ে একটি রিল মেকিং প্রতিযোগিতা চালু করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘আমার ভাবনায় বাংলাদেশ’।

তিনি আরও জানান, দেশের ভেতর ও বাইরে অবস্থানরত সব শ্রেণি-পেশার মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগীরা এক মিনিটের রিল ভিডিওর মাধ্যমে নিজেদের ভাবনা, পরিকল্পনা ও প্রত্যাশা অনলাইনে জমা দিতে পারবেন। রিলের কনটেন্ট হতে পারে গান, সংলাপ, ব্যঙ্গাত্মক উপস্থাপনা, ডকুমেন্টারি, অ্যানিমেশন কিংবা ছবি ও শিল্পকর্মের সমন্বয়। এতে গঠনমূলক সমালোচনা, নতুন চিন্তা বা ব্যক্তিগত অভিব্যক্তি তুলে ধরার সুযোগ থাকবে।

মাহদী আমিন জানান, দেশ গঠনের রূপরেখাকে সামনে রেখে মোট ১১টি থিম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মান, প্রবাসীদের কল্যাণ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং মূল বিষয় হিসেবে ‘আমি যেমন দেশ চাই’। এই উদ্যোগের লক্ষ্য হলো সাধারণ মানুষকে রাষ্ট্র গঠনের ভাবনায় যুক্ত করা এবং গণমানুষের মতামতকে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার আলোচনায় অন্তর্ভুক্ত করা।

অংশগ্রহণের পদ্ধতি ব্যাখ্যা করে তিনি বলেন, প্রতিযোগীদের এক মিনিটের রিল ভিডিও তৈরি করে নিজেদের ফেসবুক, ইউটিউব বা টিকটক অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে হবে। ক্যাপশনে ‘বাংলাদেশ ফার্স্ট’ হ্যাশট্যাগ ব্যবহার করার পাশাপাশি বিএনপির অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে তৈরি করা নির্দিষ্ট ইভেন্টে সেই পোস্ট শেয়ার করা বাধ্যতামূলক।

রিল বাছাইয়ের ক্ষেত্রে দুটি ধাপে মূল্যায়ন করা হবে বলে জানান মাহদী আমিন। এর মধ্যে ৩০ শতাংশ নম্বর নির্ধারিত হবে সামাজিক যোগাযোগমাধ্যমে রিলটির এনগেজমেন্টের ওপর ভিত্তি করে এবং বাকি ৭০ শতাংশ একটি জুরি বোর্ড দেবে, যেখানে কনটেন্টের উপস্থাপনা, সৃজনশীলতা ও সামাজিক প্রভাব বিবেচনায় নেওয়া হবে। প্রয়োজনে অংশগ্রহণকারীরা নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এই কর্মসূচির অন্যতম আকর্ষণ হলো—মেধাভিত্তিক শীর্ষ ১০ জন বিজয়ীকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে। এই প্রতিযোগিতার মাধ্যমে এমন একটি বাংলাদেশের স্বপ্ন তুলে ধরতে চায় বিএনপি, যেখানে মানবাধিকার, বাক্‌স্বাধীনতা, আইনের শাসন ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দীন হায়দার, পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এবং দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে