ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড

২০২৫ ডিসেম্বর ১৬ ১৬:২৬:৩৪
বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এক অনন্য কীর্তি গড়েছে বাংলাদেশ। জাতীয় পতাকা হাতে একসঙ্গে প্যারাস্যুটিং করে ৫৪ জন প্যারাট্রুপার সৃষ্টি করেছেন বিশ্বরেকর্ড। বিশ্বের ইতিহাসে এটিই সর্বাধিক পতাকা হাতে একযোগে প্যারাট্রুপিংয়ের ঘটনা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দরসংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ব্যবস্থাপনায় এই ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়। বিজয় দিবসের তাৎপর্যকে নতুন উচ্চতায় নিয়ে যায় এই প্রদর্শনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিক এবং নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন দক্ষ প্যারাট্রুপার। তারা একযোগে আকাশ থেকে জাতীয় পতাকাসহ ভূমিতে অবতরণ করেন। এই ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা নিজে, যা আয়োজনটির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানের অংশ হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে একটি বর্ণাঢ্য ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টারের নিখুঁত আকাশ প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। বিজয় দিবসের আনন্দ ও গৌরব এই আয়োজনের মাধ্যমে আরও উজ্জ্বল হয়ে ওঠে।

এ আয়োজন দেখতে মঙ্গলবার সকাল থেকেই তেজগাঁও এলাকায় দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। সকাল পৌনে ১০টার মধ্যেই পুরোনো বিমানবন্দরের প্রধান ফটকে মানুষের দীর্ঘ সারি দেখা যায়। কঠোর নিরাপত্তা তল্লাশির পর দর্শকদের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হয়। ‘এয়ার শো’ ও প্যারাট্রুপিং দেখতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে