ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হাদির মস্তিষ্কের অবস্থা এখনও আশঙ্কাজনক

২০২৫ ডিসেম্বর ১৪ ১৪:১৪:৩৬
হাদির মস্তিষ্কের অবস্থা এখনও আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক: গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো দৃশ্যমান উন্নতি এখনও লক্ষ্য করা যায়নি। মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, তার মস্তিষ্কের অবস্থা “অত্যন্ত খারাপ” এবং ক্লিনিক্যালি তিনি আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন। চিকিৎসকদের পরিকল্পনায় তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে স্থানান্তর করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক এই তথ্য জানান। বৈঠকটি বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, হাদিকে বৈঠকের আগে সকালেই সিটি স্ক্যান করা হয়েছে। রিপিট স্ক্যানে দেখা গেছে, তার মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা) এবং অক্সিজেনের ঘাটতি রয়েছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্ক্যানে কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও দেখা গেছে। এই অনুযায়ী হাদির মস্তিষ্কের অবস্থা অত্যন্ত সংকটজনক।

ফুসফুসের অবস্থা এখনও পূর্বের মতোই আছে। বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে হাদির শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছে। কিছুটা স্বস্তির বিষয় হলো, তার কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে। দিনে প্রায় ৪ লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে ফ্লুইড ব্যালেন্স পরিচালিত হচ্ছে।

এর আগে দেখা যাওয়া ডিসিমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি)-এর অবস্থা এখনও অপরিবর্তিত। নতুন করে কোনো সংকট সৃষ্টি হয়নি।

চিকিৎসকদের প্রধান উদ্বেগের কেন্দ্র এখনো মস্তিষ্ক। বিশেষত ব্রেন স্টেম ইনজুরি গুরুতর অবস্থায় রয়েছে। অপারেশন করা দিকের বিপরীত অংশে মস্তিষ্ক সামান্য বাইরের দিকে চাপ দিচ্ছে, যা উদ্বেগের বিষয়।

বিদেশে পাঠানোর বিষয়ে চিকিৎসক জানান, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করা হয়েছে। বিদেশের কোনো হাসপাতাল এই কেস সামারি পর্যালোচনা করে রোগীকে গ্রহণ করলে স্থানান্তরের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

তিনি আরও জানান, হাদিকে থাইল্যান্ড, সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে নেওয়া হবে কি না তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। এছাড়া বিদেশে স্থানান্তরের জন্য তার শারীরিক স্থিতিশীলতা রয়েছে কি না, সেটিও বড় প্রশ্ন হিসেবে রয়ে গেছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে