ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কারখানা বন্ধ, প্রতিবেদন নেই ৪ বছর; তবু শেয়ারদর দ্বিগুণ

২০২৫ ডিসেম্বর ১৪ ১২:১১:১০
কারখানা বন্ধ, প্রতিবেদন নেই ৪ বছর; তবু শেয়ারদর দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক: প্রায় সাড়ে তিন বছর ধরে উৎপাদন কার্যক্রম বন্ধ থাকা এবং টানা চার বছর আর্থিক প্রতিবেদন প্রকাশ না করা রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড–এর শেয়ারদরে হঠাৎ বড় ধরনের উত্থান দেখা গেছে। অনিশ্চয়তায় ঘেরা এমন অবস্থার মধ্যেও গত এক মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দ্বিগুণেরও বেশি।

তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ রিজেন্ট টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছিল মাত্র ১ টাকা ৪০ পয়সায়। এরপর থেকেই ধারাবাহিকভাবে দর বাড়তে থাকে। সর্বশেষ গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ৩ টাকা ১০ পয়সায়, যা এক মাসের ব্যবধানে প্রায় ২ দশমিক ২১ গুণ বৃদ্ধি।

ডিএসই সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনে গিয়ে রিজেন্ট টেক্সটাইলের কারখানায় কোনো উৎপাদন কার্যক্রম পাননি। পরিদর্শনের সেই তথ্য পরে ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। স্টক এক্সচেঞ্জের তথ্যানুসারে, কোম্পানিটির কারখানা ২০২২ সালের জুলাই মাস থেকেই বন্ধ রয়েছে।

সিকিউরিটিজ আইন অনুযায়ী, কোনো কোম্পানির কারখানা দীর্ঘ সময় বন্ধ থাকলে তা বিনিয়োগকারীদের অবহিত করা বাধ্যতামূলক। তবে রিজেন্ট টেক্সটাইল কর্তৃপক্ষ এ বিষয়ে স্টক এক্সচেঞ্জকে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আর্থিক স্বচ্ছতার ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে। সর্বশেষ ২০২০–২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পর আর কোনো হিসাব প্রকাশ করেনি রিজেন্ট টেক্সটাইল। ফলে কোম্পানিটির বর্তমান আর্থিক অবস্থা ও ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে বিনিয়োগকারীরা স্পষ্ট ধারণা পাচ্ছেন না।

প্রকাশিত সর্বশেষ আর্থিক তথ্য অনুযায়ী, ২০২০–২১ অর্থবছরে রিজেন্ট টেক্সটাইলের আয় ছিল ১১০ কোটি ৮৭ লাখ টাকা, যেখানে আগের অর্থবছরে আয় ছিল ৮৬ কোটি টাকা। তবে ওই বছর কর পরবর্তী নিট লোকসান দাঁড়ায় ২০ কোটি ৮০ লাখ টাকার বেশি, যা আগের হিসাব বছরে ছিল প্রায় ৪ কোটি টাকা।

একই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয় ১ টাকা ৬২ পয়সা, আগের বছরে যা ছিল ৩১ পয়সা। ২০২১ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৬ টাকা ৫২ পয়সায়। ওই অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি রিজেন্ট টেক্সটাইল কর্তৃপক্ষ, যদিও আগের বছরে ১ শতাংশ নগদ ও ১ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছিল।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে