ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
Sharenews24
মাহমুদ ফারাবী

রিপোর্টার

আর্শদীপের দুঃস্বপ্নের ওভার: টি-টোয়েন্টিতে বিব্রতকর রেকর্ড

২০২৫ ডিসেম্বর ১২ ১২:৩৩:৩৩
আর্শদীপের দুঃস্বপ্নের ওভার: টি-টোয়েন্টিতে বিব্রতকর রেকর্ড

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের একটি ওভার পরিণত হলো চরম দুঃস্বপ্নে। ওভারের শুরুতেই কুইন্টন ডি ককের ছক্কার পর যেন পুরো নিয়ন্ত্রণই হারিয়ে ফেলেন তিনি। পরপর ওয়াইড করতে করতে আইসিসির পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে এক ওভারে সবচেয়ে বেশি বল করার বিব্রতকর রেকর্ড এখন তার ঝুলিতে।

চন্ডিগড়ে ম্যাচের ১১তম ওভার করতে এসে প্রথম বলেই ডি ককের বিশাল ছক্কা খান আর্শদীপ। সেই আঘাতেই যেন পুরো ওভারটাই দিশেহারা হয়ে পড়ে।

এরপর টানা দুই বল ওয়াইড। ট্রামলাইনের বাইরে যাওয়া বল দেখে সতীর্থরাও বিস্মিত। মাঝখানে একটি ডট বল এলেও পরিস্থিতি আর সামাল দিতে পারেননি ওভারের বাকি অংশে আরও পাঁচটি ওয়াইড দিয়ে বসেন তিনি।

পুরো ওভার শেষ করতে আর্শদীপকে করতে হয় ১৩টি বল, যেখানে রান দেন ১৮। এতে টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মাঝে এক ওভারে সর্বাধিক বল করার রেকর্ডে যুক্ত হয়ে গেলেন তিনি।

গত বছর হারারে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের নাভিন-উল-হকও ঠিক এমন ১৩ বলের ওভার করেছিলেন। এবার সেই অপ্রিয় রেকর্ডে যৌথভাবে জায়গা পেলেন আর্শদীপ।

ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও আর্শদীপের এই পারফরম্যান্সে দৃশ্যতই ক্ষুব্ধ। মাঠে তার প্রতিক্রিয়া এরই মধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে