ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ময়লার গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃ-ত্যু

২০২৫ ডিসেম্বর ১২ ১০:৫৯:৫০
ময়লার গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃ-ত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া দুই তরুণ হলেন এআইইউবির শিক্ষার্থী ইরাম রেদওয়ান (২৫) এবং ইউআইইউর ছাত্র অপু আহমেদ (২৫)। দুই বন্ধু একই এলাকার বাসিন্দা ও ঘনিষ্ঠ সহপাঠী ছিলেন বলে জানা গেছে।

তাদের আরেক বন্ধু তাওসিফ জানান, বৃহস্পতিবার রাতে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা। কোনাপাড়া এলাকায় পৌঁছালে উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। পরে সহপাঠীরা দ্রুত ঢামেকে নিয়ে গেলে প্রথমে অপু আহমেদকে মৃত ঘোষণা করা হয় এবং অল্প সময় পর ইরাম রেদওয়ানও মারা যান।

তিনি আরও জানান, নিহত দুজনের বাড়ি শানারপাড়া চিটাগাং রোড এলাকায়। দুর্ঘটনায় জড়িত সিটি কর্পোরেশনের গাড়িটি (ঢাকা মেট্রো শ-১৪০৫৭৪) পুলিশ ঘটনাস্থল থেকে জব্দ করেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের উদ্ধৃত করে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে ও ডেমরা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে