ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নিজের অবসর নিয়ে যা বললেন সাকিব

২০২৫ ডিসেম্বর ০৮ ১৭:৪৯:৪১
নিজের অবসর নিয়ে যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও সক্রিয়। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি লিগে খেলছেন এবং নিজের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা স্পষ্ট করেছেন।

ইউটিউব চ্যানেল ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে সাকিব জানিয়েছেন, দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তিন ফরম্যাটেই বিদায় নেবেন। তিনি বলেন, “আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা। সিরিজের ফরম্যাট যেভাবেই সাজানো হোক, সেটি আমার জন্য সমস্যা নয়।”

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারণ হলো নিজের ফিটনেস ধরে রাখা। সাকিব বলেন, “দেশের হয়ে আবারও খেলতে হলে যে ফিটনেসের প্রয়োজন, সেটাই বজায় রাখার জন্য আমি এখনো খেলছি। দেশের জার্সি পরে খেলা আমার স্বপ্ন।”

অবসরের আগে দেশের মাটিতে খেলার সুযোগ পাওয়ার ব্যাপারে আশাবাদী সাকিব বলেন, “সমর্থকরা সবসময় আমার পাশে থেকেছে। তাই দেশের মাটিতে তিন ফরম্যাটের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে আমি আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায়টি সুষ্ঠুভাবে শেষ করতে চাই।”

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে